বাঘারপাড়ায় বঙ্গবন্ধু ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ শান্ত দেবনাথ,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় গোল্ডকাপ আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের(অনুর্ধ্ব- ১৭) উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সব্দুল হোসেন খান, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার, বাঘারপাড়া পৌর সভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রশিদ, শচিন্দ্র নাথ বিশ্বাস, আকবর আলী, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির প্রমুখ। উপজেলায় নয়টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে মোট দশটি দল খেলায় অংশ নেবে। টিমের সংখ্যার কারণে উদ্বোধনী দিনে খেলার ফিকচার অনুযায়ি দুটি কোয়ালিফায়িং ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রথম খেলা ছিলো বাসুয়াড়ি ইউনিয়নের সাথে বাঘারপাড়া পৌর সভার। বাসুয়াড়ি ইউনিয় খেলোয়াড়দের প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় টিম বাতিল হয়। দ্বিতীয় খেলা ছিলো বন্দবিলা ইউনিয়নের সাথে জামদিয়া ইউনিয়নের। জামদিয়া ইউনিয়নও খেলোয়াড়দের প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় টিম বাতিল হয়। শেষ পর্যন্ত উদ্বোধনী দিনে খেলা অনুষ্ঠিত হয় বাঘারপাড়া পৌর সভা একাদশ বনাম বন্দবিলা ইউনিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময়ে উভয় পক্ষ গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। এতে পৌর সভা একাদশ ২-০ গোলে জয় পায়। পৌর সভার পক্ষে গোল করেন আকাশ ও তামিম। পৌর: আনিসুর, আকাশ, প্রসীত, দুর্জয়, নাজিম, তানিম, রাকিব, ইমরান, বক্কর, ইসতিহাদ, তামিম। বন্দবিলা: প্রিন্স, সাগর, আলাউদ্দীন, আল আমিন, মেহেদি( হাসিবুল), সাধন, মেহেদি-২, সাকিব, রঞ্জিত, গফুর (আজিম), হাসান। খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, শামসুর রহমান, কামাল হোসেন ও সাইফুল ইসলাম। খেলার ধারাবিবরনীতে ছিলেন মাসুম রেজা ও সুলতান মাহ Comments SHARES সারাদেশ বিষয়: