বাবুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল র‌্যাবের হাতে আটক

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯০পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৯ হাজার ৫শত টাকা, ৩টি মোবাইলসহ মাদক স¤্রাট সোহেল আকন(৩৫)কে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী নাজমুল করিম সোহেল আকন ভূতেরদিয়া গ্রামের আব্দুল কাইয়ুম আকন এর ছেলে।

র‌্যাব-৮ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব-৮ এর ডিএডি মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী সোহেল আকনের বাড়িতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করে।

এ সময় তার বাড়ি তল্লাশি করে ৯০ পিচ ইয়াবা, ৩ কেজি গাঁজা, ৩ টি মোবাইল ফোন, ও মাদক বিক্রির ১৯ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোঃ সাইদুর রহমান বাদী হয়ে গতকাল ৯ জুলাই বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আটককৃতকে পুলিশে সোপর্দ করেন। মামলা নং-০৩।

Comments