ঠাকুরগাঁওয়ে ফের সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সৌলাপুকুর নামক স্থানে বালিয়াডাঙ্গী টু রাণীশংকৈল রাস্তায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় সাব্বির হোসেন (১১) নামে নৈশকোচের ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ৷

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার সময় বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে সৌলাপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আব্দুর রহিমের স্কুল পড়ুয়া ছেলে সাব্বির সকালে প্রাইভেট শেষ করে বাইসাইকেল নিয়ে বাসায় ফিরছিল। ঢাকা থেকে বালিয়াডাঙ্গী হয়ে নেকমরদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জোয়ানা এন্টারপ্রাইজ নৈশকোচটি পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।

নিহত স্কুল ছাত্রের বাবা তার সন্তানকে গাড়ি চাপা দিয়ে হত্যাকারী গাড়ি চালকের ফাসি দাবী করেন৷

বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই সাব্বির মারা যায় ৷ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments