বাঘারপাড়ায় ইভটিজিংয়ের অপরাধে ৩ যুবকের কারাদন্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯ বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ইভটিজিং করার অপরাধে ৩ যুবককে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার তিন যুবক কে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজা দেন। খাজুরা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, উপজেলার মাখনবালা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের সামনে এসে ওই তিন বখাটে যুবক প্রাইভেট পড়–য়া ছাত্রীদের উত্যক্ত করে। এ বিষয়ে অভিভাবকরা অভিযোগ করলে শুক্রবার সকাল ১০ টায় অভিযান চালিয়ে মথুরাপুর গ্রামের আব্দুর খালেকে ছেলে বাপন হোসেন (১৮), বাবলুর রহমানের ছেলে লিখন হোসেন (১৯) ও একই গ্রামের শওকত আলীর ছেলে নাজমুল সাকিব (১৮) কে আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। গতকালই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানান, প্রতিনিয়ত ওই বখাটে যুবকরা ছাত্রীদের বিরক্ত করছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। ইভটিজিং প্রতিরোধে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। Comments SHARES সারাদেশ বিষয়: