বালিয়াকান্দিতে নবাগত ইউএনও ইশরাত জাহানের যোগদান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৯ অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান যোগদান করেছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মস্থলে যোগদান করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এক জন কর্মকর্তা। ২০১২ সালে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে তিনি হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে ফরিদপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে যোগ দেন। এরপর ফরিদপুর সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফরিদপুর জেলায় কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কণ্যার জননী। বালিয়াকান্দি উপজেলায় দায়িত্ব পালন কালে তিনি সকলের আন্তরিক ভাবে সহযোগীতা কামনা করেন। Comments SHARES সারাদেশ বিষয়: