রিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ঝালকাঠির ওসি শোনিত কুমার গায়েন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ পুলিশ বিভাগের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি অফিসের সভা কক্ষে “অপরাধ পর্যালোচনা” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এসময় তাকে ক্রেস্ট প্রদান করা হয়। বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments