আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষসহ ১০ শিক্ষকের অব্যহতির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯

নরসিংদী প্রতিনিধি: দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক ড. মশিউর রহমান মৃধাসহ ১০ শিক্ষকের অব্যাহতির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৩ মার্চ) দুপর ১টা থেকে শিক্ষকদের স্ব-পদে পুন:বহাল অথবা কিছু শিক্ষার্থীদেরকে টিসি দেয়ার দাবিতে এ কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকাল সাড়ে ৫ টা অবরোধ চলছিলো।

শিক্ষার্থীরা জানায়, রাজনীতি মুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আমরা পড়াশোনা করছি। হঠাৎ করে প্রিয় অধ্যক্ষসহ ১০ শিক্ষকের পদত্যাগ কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এ ঘটনার সঠিক নির্দেশনা ও শিক্ষকদের স্ব-পদে বহালের দাবিতে সড়কে নেমেছি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, কলেজের শিক্ষক পদত্যাগ সংক্রান্ত অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা হাঠাৎ করে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ জানিয়েছি।

কিন্তু শিক্ষার্থীরা কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার উপস্থিতি ও তার পক্ষ থেকে আশ্বাস দাবি করছে।

এদিকে অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

/আরএ

Comments