ইসলামী আন্দোলনের ইশতেহার নারী মুক্তির সনদ: নারী অধিকার ফোরাম

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

একুশ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে নারী অধিকার প্রতিষ্ঠার ২৯ তম ধারাকে নারী মুক্তির সনদ আখ্যায়িত করেছে নারী অধিকার ফোরাম।

আজ রোববার নারী অধিকার ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কোহিনুর বেগম এক বিবৃতিতে নারীর অধিকার ও ক্ষমতায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারের ২৯ ধারাকে নারী মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে দলটির আমীর মুফতী সৈযদ রেজাউল করীম পীর চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো ‘নারী অধিকার ফোরাম’র প্রচার সম্পাদিকা হেলেনা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও নারীর কর্মবান্ধব পরিবেশ তৈরি, নারী নির্যাতন ও যৌতুক প্রথা বন্ধ, নারীদের অবমাননাকর প্রদর্শনী, সামাজিক অবক্ষয় প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার অঙ্গীকার করায় নারী সমাজ হাতপাখাকে সমর্থন জানাচ্ছে।

তিনি আরো বলেন, ইসলাম ছাড়া নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে হাতপাখার প্রার্থীকে অবশ্যই বিজয় করতে হবে।

নারী অধিকার প্রতিষ্ঠায় যা আছে ইসলামী আন্দোলনের ইশতেহারে

/এসএস

Comments