নড়াইলে শত্রুতার জেরে শতাধিক গাছ কর্তন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯ উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত জোরপূর্বক আব্দুর রাজ্জাকের জমি থেকে গাছ কাঁটতে শুরু করে। গাছ কাটার সময় আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তাদের কুড়াল দিয়ে ভয় দেখানো হয়। আব্দুর রাজ্জাক বলেন, গাছ কাটতে নিষেধ করলে সন্ত্রাসীরা আমাকে মারার জন্য তেড়ে আসে এবং আমাকে মেরে ফেলার হুমকিও দেয়। পাশ্ববর্তী জমির মালিক একই গ্রামের মো. আজাহার আলী জানান, দুর্বৃত্তরা গত রোববার (৬ জানুয়ারী) ১টি কাঠাল গাছসহ ১০১ টি মেহেগনি গাছ কেটে ফেলে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করেছে। তার মধ্যে আমারও ৫টি গাছ রয়েছে। আব্দুর রাজ্জাক প্রথমে নড়াইল সদর থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গাছের মালিক আব্দুর রাজ্জাক গত বুধবার (৯ জানুয়ারী) নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন দূর্গাপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মেহফুজ, মৃত ইব্রাহীমের ছেলে নাজমুল, মৃত ইসহাকের ছেলে মাহাবুর, জালাল মোল্যার ছেলে কাঞ্চন, মৃত হামিদ শেখের ছেলে কামাল। নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজ্ঞাত কারণে মামলাটি রেকর্ড না করায় ক্ষতিগ্রস্থ রাজ্জাক আদালতে মামলা দায়ের করেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় এ সন্ত্রাসী চক্র আব্দুর রাজ্জাককে হুমকী ধমকী দিয়ে গাছ থাকা এ জমিটি জবর দখল করার চেষ্টা করে আসছিল। আসামী মেহফুজের সাথে যোগযোগের চেষ্টা করে তাকে বাড়ি পাওয়া যায়নি। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: