নড়াইলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯ উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে সপ্তম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। রানারআপ হয়েছে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে বিজয়ী স্কুল দলের দলনেতা অভিক চক্রবর্তী। বিজয়ী দলের অন্যান্য বিতার্কিকরা হলেন সুবর্ণ শামীম এবং নাহিদ খসরু। বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট, সার্টিফিকেট ও টিশার্ট তুলে দেন পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রভাষক প্রশান্ত সরকার। প্রথম রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডে বিতার্কিকরা তিনটি বিষযের ওপর তাদের বক্তব্য উপস্থাপন করেন। বিতার্কিকরা প্রাণবন্তভাবে এর পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। প্রতিপক্ষরা সেসব যুক্তি খন্ডনের চেষ্টা করেন এবং হাতেতালি দিয়ে উৎসাহ দেন। এসময় বক্তারা বলেন, বেশী বেশী বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশে সন্ত্রাস, ধর্মান্ধতা, রক্ষণশীলতা, জঙ্গিবাদসহ নানা অপসংস্কৃতি দূর করা সম্ভব। যুক্তির সিড়ি বেয়ে যেকোনো সমস্যা সমাধানের পথ খুজতে হবে। আর সেই সিড়ি হবে বিজ্ঞান। সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের হল রুমে সকাল সাড়ে ১০ টায় এ প্রতিযোগিতা শুরু হয় এবং জেলার ৮টি স্কুলের বিতার্কিকদের অংশগ্রহনে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন ও তা খন্ডনের মধ্য দিয়ে দিনব্যাপি এ অনুষ্ঠান চলে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো গতবারের চ্যাম্পিয়ন দল নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রানারআপ দল তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয় এবং কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান লিটু। অন্য তিন বিচারক হলেন, সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, সহকারী অধ্যাপক আবুল হাসনাত খান। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: