নড়াইলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ২দিনব্যাপী কর্মসূচি

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ এ শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নড়াইলে ২দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃতি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালী, কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

নড়াইল জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির প্রথম দিনে শনিবার (১৬ মার্চ) সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। ৪টি গ্রুপে এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে।

এ সময় গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ, সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএ/বিআইজে

Comments