সিসি ক্যামেরার আওতাভুক্ত হচ্ছে নড়াইল; আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাংসদ মাশরাফি!

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা সিসি ক্যামেরার আওতাভুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেনন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দীন, নড়াইলের সিভিল সার্জন মুন্সী আসাদুজ্জামান, নড়াইল জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, পুনাকের সভানেত্রী নাহিদা চৌধুরী সুমিসহ নড়াইল জেলা পুলিশের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন কালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, নড়াইলবাসীর নিরাপত্তা বিধানের লক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এই মহৎ কাজ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে এই সিসি ক্যামেরার সাহায্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তিনি মত পোষন করেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, এখন থেকে নড়াইলে অপরাধপ্রবণতা অনেকাংশে কমে যাবে। কারণ সিসি ক্যামেরার ভয়ে অনেক অপরাধী নিজেদের সতর্ক রাখবে। সেই সাথে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে অনেক অপরাধের তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

/আরএ

Comments