নড়াইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটায় জরিমানা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় দুটি ইটভাটাকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পহরডাঙ্গা এলাকার গাজী ব্রিকসকে এক লাখ টাকা ও এমএম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন, দুটি ইটভাটার কোনো লাইসেন্স নেই। জ্বালানি কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করছে। বৈধ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অবৈধ ড্রাম চিমনি ব্যবহারসহ কয়েকটি অভিযোগে গাজী ব্রিকসকে এক লাখ টাকা ও এমএম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটা দুটিতে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ড্রাম চিমনি ভেঙে দেয়া হয়।

/আইকে

Comments