ফেলে যাওয়া মায়ের খবর নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের বাঁশ বাগানে ফেলে যাওয়া মায়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) এর নিকট টেলিফোনের মাধ্যমে ওই বৃদ্ধা মহিলার বর্তমান খবরাখবর নেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে পুলিশ সুপারকে বলেন, আমার সেই বৃদ্ধা মা কেমন আছেন? পুলিশ সুপার প্রত্যুত্তরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ওই বৃদ্ধা মা বর্তমানে খুবই ভালো আছেন।তাঁর নিয়মিত চিকিৎসা চলছে। সেই সাথে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁকে খুব আপন করে নিয়েছেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)বলেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীনসহ, জেলা পুলিশের একটি টিম নিয়ে ওই বৃদ্ধা মাকে বাড়িতে গিয়ে ফল কিনে দিয়েছেন। এছাড়াও নগদ আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।

পুলিশ সুপারের কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সন্তোষ প্রকাশ করে বলেন, ওই বৃদ্ধা মা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর সেবাতে যেন কোনো ত্রুটি না হয়। সেই সাথে সার্বক্ষণিক তাঁর খবরাখবর স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করারও জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন।

/আইকে

Comments