সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হলেন খালিদ বাবু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

আশরাফুল ফরাজী, মুক্তাগাছা (ময়মনসিংহ): সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে ময়মনসিংহ-৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব কে এম খালিদ বাবু।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী পরিষদ বিভাগ। তিনি বর্তমানে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে ২য় বার নির্বাচিত সংসদ সদস্য তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাথে আসন সমঝোতায় দলীয় নির্দেশে শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করলে বিনা ভোটে বিজয়ী হয় জনাব সালাহ্উদ্দিন মুক্তি।

কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি, আর উপহার সরূপ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

খালিদ বাবু প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার সংবাদ তাদের নির্বাচনি এলাকায় পৌঁছালে সাথে সাথে আনন্দে মেতে উঠে তার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। সেই সাথে শুরু হয় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল।

আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় শপথ নেবেন তিনি।

/সিএইচ

Comments