নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯ উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন ডিসি ও এসপি, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা স্বরূপ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন মো. শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. গোলাম কবির, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মো. হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এফএফ Comments SHARES জাতীয় বিষয়: