শর্তে সালমানকে ছেড়ে দেওয়া হলো নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯ ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে ভিডিও সরানোর শর্তে ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সালমান মুক্তাদিরকে রাত ৮ টার দিকে ছেড়ে দেয় পুলিশ। সে ভিডিও রিমুভ সংক্রান্ত কমিটমেন্ট দিয়েছে। আমাদের পক্ষ থেকে তাকে কাউন্সিলিং ও নিরাপদ ইন্টারনেট সংক্রান্তে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো মনিটর করা হচ্ছে। নির্দেশনা মোতাবেক কাজ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বারের ‘নিরাপদ ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে আনা হয়। Comments SHARES জাতীয় বিষয়: