শিক্ষাখাতে অরাজকতার প্রশ্রয় দেয়া হবে না: গোলাম কিবরিয়া টিপু

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯

রুবেল সরদার:  শিক্ষাখাতে অরাজকতাকারীদের প্রশ্রয় দেয়া হবে না, সবার সামনে খুলে দিতে হবে তাদের মুখোশ। শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা চালিয়ে যেতে হবে। আজকের যুবকরা আগামীর ভবিষ্যৎ। তারাই দেশের নেতৃত্ব দিবে। মাদকের কবল থেকে রক্ষা করতে হবে যুবকদের ।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু গতকাল বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ.এস মাহমুদ, উপজেলা চেয়ারম্যান সরদার মো: খালেদ হোসেন স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, শিল্পপতি মীর্জা আহসান হাবিব, আবুল কালাম আজাদ, সানোয়ার হোসাইন সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সাবেক প্রধান শিক্ষক নূরমোহাম্মদ, ইসহাক মিয়া, কলেজের পরিচালনা পরিষদের সদস্য মো: জাহিদুর রহমান সিকদার, গোলাম কিবরিয়া, মো: মাসুদ আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলম ফকির প্রমূখ।

/এফএফ

Comments