অশিক্ষিত জাতি কোনোদিন উন্নতি করতে পারে না: এমপি রণজিৎ কুমার রায়

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৯

শান্ত বেদনাথ: এমপি রণজিৎ কুমার রায়  বলেছেন, যে জাতি শিক্ষিত হতে পারে না, সে জাতি কখনও উন্নতি করতে পারে না। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে জাতিকে অবশ্যই শিক্ষিত হতে হবে।

এ বিষয়টি সামনে রেখে বর্তমান সরকার সবসময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। গতকাল শনিবার বাঘারপাড়া প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সাথে ৭০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সুভাষ চন্দ্র সমাদ্দার।

এ সময় এমপি রণজিৎ কুমার রায় বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে পাঁচ লক্ষ টাকা অনুদান ও সমিতির বর্তমান দ্বিতল ভবন ৪ তলা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ।

এ অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ এমপি রণজিৎ কুমার রায়কে সোনার নৌকা উপহার দেন।

এ সভায় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস, সমিতির যশোর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক হামিদ লস্কর, আব্দুল ওয়াদুদ তরফদার, ইমান উদ্দীন মিনা, সমিতির বাঘারপাড়া শাখার সহ সভাপতি মনিরা খাতুন, অর্থ সম্পাদক বাসুদেব কুমার প্রমুখ।

এফএফ

Comments