গোবিন্দগঞ্জে মটরসাইকেল চোরদের গডফাদার ‘মোটা মোখলেস’ অবশেষে আটক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোখলেছুর রহমানকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুর দেড় টায় অভিযান চালিয়ে পৌর শহরের থানামোড় চারামাথা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে মোখলেছুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে। মোখলেছুর পৌর শহরের সোনারপাড়া গ্রামের বাসিন্দা মন্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কামদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল হাসান হুমায়ন উপজেলা পরিষদ চত্বরে মোটরসাইকেল রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে বাহিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্বনাক্ত করে আসামি মোখলেছুর মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী মোখলেছুরকে থানামোড় চারমাথা থেকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে।

মোখলেছকে আটকের খবর পেয়ে তার পিতা বিভিন্ন সূত্রে মোটরসাইকেল ফেরত দেয়ার জন্য এক ঘন্টা সময় চান। সেই অনুযায়ী বিকেল ৫ টায় মোখলেসের পিতা মন্টু চোরাই মোটরসাইকেলটি ফেরত দেয়।

পুলিশ আরো জানায়, মোখলেছ মোটরসাইকেলটি চুরির পর নিজেই চালিয়ে উপজেলার শালমারা ইউনিয়নে তার শশুরবাড়ীতে শ্যালক সুমনের নিকট রেখে আসে।

আসামি মোখলেছুরের বক্তব্য অনুযায়ী তার শশুর পরিবার সকলেই মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আসামী মোকলেছুরের বিরুদ্ধে পুর্বের আরও ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

/আরএ

Comments