আগের মন্ত্রণালয়ে যারা বহাল রয়েছেন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদে নতুন সরকারের মন্ত্রীসভা ঘোষণা হবে আজ রোববার।

রোববার বিকেলে সংসদ সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের নাম ও দপ্তর ঘোষণা করবেন।

এর আগে মন্ত্রীপরিষদ থেকে নতুন মন্ত্রীসভায় যারা জায়গা পাচ্ছেন তাদেরকে ফোন করে জানিয়ে দেয়া হয়।

গণমাধ্যম সূত্রে এ পর্যন্ত জানা গেছে পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন নতুন মন্ত্রী সভায়। অনেকের জায়গায় নতুন মুখ এসেছে। আবার অনেকের জায়গা এখনো ফাঁকা।

তবে পুরনো অনেক মন্ত্রী এবারের মন্ত্রী সভায়ও থাকছেন। এবং আগের মন্ত্রণলয়েই বহাল রয়েছেন।

যারা আছেন আগের মন্ত্রণালয়ে:

আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী

আনিসুল হক, আইনমন্ত্রী

ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আ ক ম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোস্তফা জাব্বার, তবে এখনো দপ্তর জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আগের মন্ত্রণালয়ই পাচ্ছেন।

এছাড়াও যারা নতুন দপ্তর পেয়েছেন তারা হলেন: আ হ ম মোস্তফা কামাল: অর্থমন্ত্রী, আগের দপ্তর পরিকল্পনা মন্ত্রণালয়। এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী। আগের দপ্তর অর্থ মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী।

Comments