মির্জাপুরে লৌহজং নদীর উপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৯

তুষার সান্যাল, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে লৌহজং নদীর উপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। জেলার মির্জাপুরে কোট বহুরিয়ায় ইটের ভাটায় মাটি নিতে লৌহজং নদীর উপর অবৈধভাবে বাঁধ দিয়ে মাটির ট্রাক চলাচল করার জন্য ৩টি রাস্তা তৈরি করা হয়েছিলো।

ফলে ঐ নদীতে নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পানি প্রবাহের স্বাভাবিক গতি যেমন ব্যহত হচ্ছিলো। ক্ষতি হচ্ছিলো কৃষি কাজের, বাধাগ্রস্থ হচ্ছিলো মাছের স্বাভাবিক প্রজনন।

মঙ্গলবার দুপুরের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নদীর উপর নির্মিত তিনটি বাঁধ কেটে দিয়ে নদীর গতিপথ স্বাভাবিক করে দিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন। একই সময়ে দুইটি ইট ভাটায় ইট পোড়াতে কাঠ ব‍্যবহার করে পরিবেশের ক্ষতি করায় কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক বলেন, পরিবেশের বিপর্যয় ঘটিয়ে ও নদীর মাটি অবৈধভাবে লুটকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত ও জোরদার করা হবে।

/আরএ

Comments