মিরসরাইয়ে সাইনিং স্কুলে বই উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

আজিজ আজহার, মিরসরাই প্রতিনিধি: ঘড়ির কাঁটা তখন সকাল ১০টার ঘরে। মিরসরাই উপজেলার সাইনিং স্কুলে শিক্ষার্থীদের ভিড়। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নিতে উৎসুক তারা।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বারইয়ারহাট পৌর সদরে অবস্থিত সাইনিং স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।

সাইনিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক কো-অডিনেটর শাহাদাৎ হোসেন সৌরভের সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এই এর মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের উপদেষ্ঠা মাজাহার উল্ল্যা মিয়া।

এতে অন্যানের মধ্যে ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর উদ্দিন, সাইনিং স্কুলের পরিচালক বেলাল হোসেন, সাইফুল ইসলাম বাপ্পি বক্তব্য রাখেন। এছাড়াও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাজাহার উল্ল্যা মিয়া বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সব চেয়ে বড় অর্জন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া। নতুন বই হাতে পেয়ে কোমল মতি শিক্ষার্থী বেশ আনন্দিত হন।

সর্বশেষ পিইসি ও জেএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং স্কুলের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপস্থিত অতিথিরা।

/সিএইচ

Comments