টাকার অভাবে থেমে যাবে মীমের চিকিৎসা?

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যে বয়সে হেসে-খেলে প্রাকৃতিক আলো বাতাসে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই বিরল রোগ বাসা বেধেছে মীমের শরীরে।

মীম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালী গ্রামের রোকনুজ্জামানের মেয়ে। কাঠ মিস্ত্রি মীমের পিতা রোকনুজ্জামান জানিয়েছেন, দুই শতক জমি ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই। মেয়ের চিকিৎসার জন্য দেড় লাখ টাকা ব্র্যাক ও আশা এনজিও থেকে ঋণ নিয়েছি। এখন মেয়ের চিকিৎসার জন্য আমার আর কোনো উপায় নেই।

যশোর শিশু হাসপাতাল, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা করালেও কোন রোগ ধরা পড়েনি। টাকার অভাবে বর্তমান চিকিৎসা বন্ধ হয়ে আছে।

মীমের চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার বেশী খরচ হয়ে গেছে। কিন্তু কোনো উপকারে আসেনি। এখন উন্নত চিকিৎসার জন্য ৪/৫ লাখ টাকা প্রয়োজন।

মীমকে বাঁচাতে জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন মীমের পিতা। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭৫১-৩৩১৭১২ (বিকাশ)।

/আরএ

Comments