মোহাম্মদপুরের বছিলা ‘জঙ্গি আস্তানায়’ অন্তত দুইজন নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯ রাজধানী ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ দুইজন নিহত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র্যাব। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, তিনটি পায়ের নমুনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুইজন নিহত হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে কয়জন মারা গেছেন। রোববার রাত সাড়ে ৩টা থেকে জঙ্গি সন্দেহে বছিলায় একটি বাড়ি ঘিরে রাখে র্যাব। সেখানে গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে ধারণ র্যাবের। তবে বাড়িটির ভেতর েএখন আর কেউ জীবিত নেই বলে নিশ্চিত হয়েছে র্যাব। তবে নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও তত্ত্বাবধানকারী, কাছের একটি মসজিদের ইমাম সহ কয়েকজনকে আটক করেছে র্যাব। বাড়ির মালিক জানিয়েছেন, এ মাসের ১ তারিখ থেকে টিনশেড এই বাড়িটি ভাড়া নেয়া হয়। তবে ভাড়া দেয়ার তাদের কাঁছ থেকে জাতীয় পরিচয়পত্রের কোনো কপি নেয়া হয়নি। র্যাব-২ পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন, আমরা তথ্য পেয়েছিলাম যে, এই বাড়িতে জঙ্গি আস্তানা থাকতে পারে। সেই তথ্যের ওপর ভিত্তি করে আমাদের পেট্রোল টিম সেখানে গেলে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি করা হয়। তখন আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি। তিনি বলেন, বাড়ির ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা বাড়িটি ঘিরে রেখেছি এবং ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহবান জানিয়েছি। এর মধ্যেই সেখানে র্যাবের স্পেশাল ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বাড়িটির আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: