মা হলেন সেই পুলিশ অফিসারে স্ত্রী; ১ লাখ টাকা দিলেন মাশরাফি পত্নী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে নির্বাচনী প্রচারণার বহরে মাশরাফির নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন গত ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেছিলেন নড়াইল গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টু (৪০)। এদিকে নির্বাচনের পরেরদিন সেই পুলিশ অফিসারে স্ত্রী রাবেয়া বেগম আজ সোমবার জন্ম দিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের। সোমবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন প্রয়াত এএসআই মনিরুজ্জামান মনিরের প্রসূতি স্ত্রী রাবেয়া। এদিকে এএসআই মনিরুজ্জামান মনিরের প্রসূতি স্ত্রী রাবেয়ার পাশে দাঁড়িয়েছেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি। এ সময় মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি প্রসূতি মা রাবেয়া ও নবজাতকের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য খরচ বাবদ এক লাখ টাকা দেন। এছাড়াও জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনও (পিপিএম) নড়াইল সদর হাসপাতালে গিয়ে মনিরের স্ত্রী রাবেয়ার খোঁজ নেন তারা। জেলা প্রশাসক আনজুমান আরার পক্ষ থেকে ১০ হাজার টাকা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের পক্ষ থেকে ৭০ হাজার টাকা দেয়া হয়। মাশরাফির স্ত্রী সুমি বলেন, প্রয়াত মনির ভাইয়ের অভাব পূরণ হবে না। তবে আমরা সব সময় আপনার (মনিরের স্ত্রী) পাশে আছি। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, পুলিশ সদস্য মনির অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনী দায়িত্ব পালন করেছে। হঠাৎ তার চলে যাওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তার পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, পুলিশ সদস্য মনিরের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। তার প্রসূতি স্ত্রীর এমন মুহূর্তে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে চাই। /এসএস Comments SHARES সারাদেশ বিষয়: