ঠাকুরগাঁওয়ে মানবতাবিরোধী অপরাধে একজন আটক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আবেদ আলী (আনুমানিক ৬০) নামে একজনকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

গত সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বোবড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আবেদ আলী ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ১২ টার সময় স্থানীয় এলাকাবাসী বালিয়াডাঙ্গী থানার গেটে আসে তারা আসামীকে নিয়ে যেতে দেবেন না বলে গেট আটকে রাখেন,কিন্তু কিছুক্ষন পরে তারা চলে যান৷

এলাকাবাসীর দাবী, তাকে যে গ্রেফতার করছে ওসি কোন ওয়ারেন্ট এর কাগজ দেখাতে পারেননি এবং যখন মুক্তিযুদ্ধ হয় তখন তার বয়স ছিল ১২ বছর৷

তারা আরো আমাদের প্রতিনিধিকে জানায় যে, এই মামলা আক্রোশ করে করেছে,এই মামলার বাদীর মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ৩ বছর৷তারা বলেন যদি আমাদের গ্রেফতার বা মামলার কাগজ দেখাতে পারে তবে আমরা থানা থেকে চলে যাব৷

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার আসামি হিসেবে আবেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।

এমএম/

Comments