সিইসির বক্তব্যের কঠোর প্রতিবাদ জানালেন কমিশনার মাহবুব তালুকদার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮ একুশ নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন নির্বাচন কমশিনার মাহবুব তালুকদার। গতকাল ১৮ ডিসেম্বর মঙ্গলবার মাহবুব তালুকদারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বক্তব্যের প্রতিবাদ করে বলেছিলেন, নিবার্চনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন বক্তব্য ভিত্তিহীন। এসময় কমিশনার মাহবুব তালুকদার অসত্য বক্তব্য রেখেছেন বলেও মন্তব্য করেন সিইসি নূরুল হুদা। তার এই বক্তব্যের প্রতিবাদে জানিয়ে বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে কমিশনার মাহবুব তালুকদার বলেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গতকাল ১৮ ডিসেম্বর মঙ্গলবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে বলেছেন, নিবার্চনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এ বক্তব্যের কঠোর প্রতিবাদ করছি। কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। তিনি বলেন, সিইসি সহ সকল নির্বাচন কমিশনার সমান। ইতোপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে বিরুপ মন্তব্য করেছেন। কখনো তার প্রতিবাদ করিনি। কিন্তু নিবার্চনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি একথার প্রতিবাদ না করে পারলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম নিবার্চনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই বিবেককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। এখনো বলছি আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই। প্রসঙ্গ, গত সোমবার ইসি কার্যালয়ে কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, নিবার্চনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই বিবেককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অসন্তুষ্টির কথা জানালেন কমিশনার মাহবুব তালুকদার /এসএস Comments SHARES জাতীয় বিষয়: