বাঘারপাড়ায় মাদকদ্রব্য বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯ বাঘারপাড়া(যশোর) প্রতিনিধিঃ বাঘারপাড়ায় মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। Comments SHARES সারাদেশ বিষয়: