ফেসবুকে স্কুলছাত্রীর ছবি বিকৃত, যুবক গ্রেফতার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯ একুশ নিউজ: মাদারীপুরের শিবচরে ফেসবুকে স্কুলছাত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অপরাধে রফিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শিবচরের চরজানাজাত মোল্যাকান্দি থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম ওই এলাকার মোহন হাওলাদারের ছেলে। র্যাব জানায়, ৩/৪ মাস আগে চরজানাজাত এলাকার বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয় পাশের বাড়ির যুবক রফিকুল ইসলাম। এ ঘটনায় ওই স্কুলছাত্রী ও তার পরিবার আইনগত সহায়তার জন্য র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কাছে অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে বিকেলে মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয়। মাদারীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। মোবাইল থেকে প্রযুক্তির সহায়তায় বানানো ওই স্কুলছাত্রীর অশ্লীল ছবি পাওয়া যায়। এ ব্যাপারে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। /আইকে Comments SHARES সারাদেশ বিষয়: