লিরিক হাউজের আলোচনা সভায় বক্তারা ‘ইসলামী সংগীতের মানোন্নয়নে নজরুলের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য’ নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ ইসলামী সংগীতের মানোন্নয়নে কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা জোরালোভাবে স্বীকৃত। ইসলামী সংগীতে নজরুলের যে অবদান এবং যে কালজয়ী ধারা তিনি সৃষ্টি করেছেন তা অস্বীকার করা কোনো উপায় নেই। এখনকার সময়েও তার প্রতিটি কাজ আমাদের জন্য অনুসরণীয় এবং দৃষ্টান্ত। শনিবার সন্ধ্যায় লিরিক হাউজের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গীতিকার, সুরকার, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও ‘ইসলামী সংগীতের মানোন্নয়ন : নজরুলের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনায় সভায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব (অব.) বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ এ এফ এম হায়াতুল্লাহ। লিরিক হাউজের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামানের (শাশ্বত মনির) সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালায়ের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী। অনুষ্ঠান উদ্বোধন করেন লিরিক হাউজের ভাইস চেয়ারম্যান ডা. মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. আবু রায়হান আলবেরুনী বলেন, ‘কবি নজরুলের ‘‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’’ না শুনলে ঈদের আনন্দেই অপূর্ণতা থেকে যায়। বাঙালি মুসলামানের ঈদ উদযাপনের সংস্কৃতিতে নজরুলের এই কালজীয় গান অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এটাই নজরুলের প্রাসঙ্গিকতারই একটি উৎকৃষ্ট উদাহরণ।’ এসময় নজরুল বিশেষজ্ঞ এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ‘নজরুলকে অস্বীকার করে ইসলামী সংগীতের মানোন্নয়ন বা ইসলামী সংগীত যে বাংলা ভাষায় বিশেষ প্রাসঙ্গিক সেটাই প্রমাণ করা দুঃসাধ্য হবে। বাংলা ভাষায় ইসলামী সংগীতের উচ্চ একটি ধারা তৈরি করেছেন আমাদের জাতীয় কবি। তার লেখা এখনো আমাদের জন্য জোরালোভাবে প্রাসঙ্গিক এবং নিজেদের মান যাচাইয়ের অন্যতম মানদণ্ড।’ লিরিক হাউজের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী গীতিকার ও সাংবাদিক শাহনূর শাহীনের নির্দেশনা এবং সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সংগীত শিল্পী রায়হান ফারুকের সঞ্চালনায় এতে আরো আলোচনা করেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) মু. বিল্লাল হোসেন খান, সায়েন্স ল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী শামছুদ্দোহা আশরাফী, বিশিষ্ট ওয়ায়েজ মুফতী হেদায়েতুল্লাহ খান আজাদী, স্বপ্নসিঁড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক হুমায়ুন কবির শাবিব, কলরব এর পরিচালক মুফতী সাঈদ আহমদ, কবি ও ছড়াকার মঈন মুরসালিন, বাংলাদেশ আই হসপিটাল মালিবাগের ডিরেক্টর ও সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদ হাশমী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন লিরিক হাউজের ভাইস চেয়ারম্যান আইনুল ইসলাম, শিহরণের পরিচালক মুফতী নাঈমুল হক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পটিয়ার হেড অব ইনচার্জ মাহমুদ উল্লাহ, জনপ্রিয় শিল্পী গাজী আনাস রওশন, সাংবাদিক মাসুদুল কাদির, উপস্থাপক ইবরাহীম কোব্বাদী, আহমাদ আবু জাফর, ভিডিও ডিরেক্টর বনি আমিন, রাকিব ফরাজী, গীতিকার হোসাইন নূর, এনায়েতুল্লাহ ফাহাদ, যুবায়ের সিফাতসহ লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে লিরিক হাউজের চেয়ারম্যান লেখক, সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির) এর কথায় একটি নাতে রাসূল রিলিজ করা হয়। ‘নবীগো নবী’ শিরোনামের গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন রায়হান ফারুক। গুণিজনদের উপস্থিতিতে গানটির ভিডিওচিত্র প্রদর্শিত হয়। নবীগো নবীর প্রিমিয়ারের পর উপস্থিত গুণিজনরা নিজেদের প্রতিক্রিয়া জানান। এসময় প্রধান আলোচক নজরুল বিশেষজ্ঞ এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ‘শাশ্বত মনির একজন ভালো লেখক, সাংবাদিক, সম্পাদক এবং আইনজীবী। আজকে তার লেখা একটি নাতে রাসূল আমরা শুনলাম। গানের কথা, সুর ও গায়কী এত চমৎকার হয়েছে যে— এখন তাকে ভালো গীতিকারও বলতে হয়। অত্যান্ত চমৎকার একটি নাত আমরা শুনলাম। আশা করবো তিনি এই যাত্রা অব্যাহত রাখবেন এবং নিয়মিত ভালো কিছু উপহার দিবেন।’ ইসলামী সংগীতে শাশ্বাত মনিরের প্রথম কাজ উল্লেখ করে কলরব এর পরিচালক সাঈদ আহমাদ বলেন, ‘অত্যান্ত চমৎকার একটি নাতে রাসূল শুনলাম। ইসলামী সংগীতাঙ্গনে অনেক গীতিকার, শিল্পী রয়েছে। তারপর অনেক ভালো গীতিকার প্রয়োজন আছে। ভালোর শেষ নেই। আপনি আপনি গুণি মানুষ, যোগ্য মানুষ। আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো লেখা আপনি উপহার দিবেন।’ জনপ্রিয় শিল্পী ও হ্যাভেন টিউন স্টুডিওর সিইও গাজী আনাস রওশন বলেন, ‘আমি শুনছি আর গুণগুণ করছি। আমার ভেতরে নাতটি বেজে উঠছে। গানটির কথা, সুর ও গাওয়ার মধ্যে বিশেষ একটা আবেগীয় আবহ তৈরি হয়েছে। রাসূলের মায়া জাগার মতো হয়েছে।’ অন্যান্যের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন গীতিকার ও সংগঠক এইচ এম আবু বকর, গীতিকার ও শিল্পী হোসাইন মাহমুদ, শিল্পী ও সাউন্ড ডিজাইনার হুমায়ুন কবির তারিফ, লিরিক হাউজের গ্রাফিক্স ম্যানেজার ইবি জাহিদুল, আমির হামজা সিদ্দিকী, হাসান আল মাহমুদ, সালাহুদ্দিন সাকিব, ওমর ফারুক, আব্দুল্লাহ লাবিব প্রমুখ। Comments SHARES জাতীয় বিষয়: Iftar MahfilLyric HouseMoniruzzamanইফতার মাাহফিলকলরবগাজী আনাস রওশননাঈমুল হক শিহরণমুফতী শামছুদ্দোহা আশরাফীমুফতী সাঈদ আহমদলিরিক হাউজশাশ্বত মনিরহুমায়ুন কবির শাবিব