নিজ ক্যাম্পাস ময়মনসিংহ মেডিকেলে বর্ষবরণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯ একুশ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজে যাচ্ছেন। তিনি এ কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি এখানে পহেলা বৈশাখের অনুষ্ঠান উপভোগ করবেন। ক্যাম্পাসের স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন। তার আগমনে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। কলেজে বিরাজ করছে উৎসবের আমেজ। ডা. শেরিংকে বরণ করতে রঙিন সাজে সাজানো হয়েছে কলেজ ক্যাম্পাস। ভুটানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী তার স্মৃতিবিজড়িত গ্যালারি, ছাত্রাবাস, ছাত্র ক্যান্টিন, ডক্টরস ক্যান্টিন ও ইন্টার্নশিপের ওয়ার্ড পরিদর্শনের ইচ্ছা পোষণ করেছেন বলে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে লোটে শেরিং হেলিকপ্টারে করে ময়মনসিংহে পৌঁছাবেন। বেলা ১১টায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে লোটে শেরিংয়ের ৭৭ জন সহপাঠীও এই আয়োজনে উপস্থিত থাকবেন। ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সফরটি রাষ্ট্রীয় সফর। ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি পড়াশোনা করেছেন। নিজের অতীত শিক্ষাপ্রতিষ্ঠানের টানেই তিনি ময়মনসিংহ আসছেন। তাঁর সঙ্গে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীও থাকবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, লোটে শেরিং ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি এমবিবিএস কোর্স শেষ করে আরও একটি প্রশিক্ষণ নেন ময়মনসিংহে। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলেন। সেই স্মৃতি থেকেই তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন। বিআইজে/ Comments SHARES জাতীয় বিষয়: