সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন।

শুক্রবার সাড়ে বেলা ১১ টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত জহুরুল ইসলাম মুকন্দগাঁতী পশ্চিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে ঝামেলা চলছিলো। সেই ঝামেলার নিষ্পত্তির জন্য (২২মার্চ) সকালে গ্রাম্য শালিসী বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বাসেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

এছাড়া এ ঘটনায় বাসেদ প্রামাণিকের স্ত্রী লতা খাতুন ও ওয়াজেদ প্রামাণিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

/আরএ

Comments