কুষ্টিয়ায় কাল থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি লালন স্মরণোৎসব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯ তামীম আদনান, কুষ্টিয়া: লাখো ভক্তের মুখরিত লালন আাঁখড়াবাড়ী । ‘মনের গরল যাবে যখন, সুধাময় সব দেখবি তখন’ স্লোগানকে সামনে রেখেই কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আবস্থিত ফকির লালন শাহ্ এর আঁখড়াবাড়িতে শুরু হচ্ছে তিন দিনের স্মরণোৎসব। আগামীকাল বুধবার থেকে শুরু হয়ে লালন স্মরনেণাৎসব চলবে শুক্রবার পর্যন্ত। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজসমাপদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। স্মরণোৎসব উদযাপন উপলক্ষ্যে লালন একাডেমী চত্বরে আগামী ২০, ২১ ও ২২ মার্চ বুধ, বৃহস্পতি ও শুক্রবার মেলা প্রাঙ্গনে থাকবে গ্রামীনমেলা। প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে আলোচনা সভা ও খ্যাতমানামা শিল্পীদের পরিবেশনায় চলবে লালন সঙ্গীতানুষ্ঠান। ইতিমধ্যে দেশে বিদেশী লালন ভক্তদের আগমনে মুখরিত হয়ে গেছে লালন মাজার প্রাঙ্গন । /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: