লক্ষ্মীপুরে অটো রিকশা কেড়ে নিলো শিশু প্রাণ

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

মুহাম্মদ নোমান ছিদ্দীকী,লক্ষ্মীপুর : লক্ষীপুরে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে অটো রিকশার চাপায় নিহত হয়েছে সাত বছর বয়সী এক শিশু। সোমবার (২৫ মার্চ) বেলা সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মূল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ঝর্ণা সদর উপজেলার টুমচর গ্রামের মো. স্বপনের মেয়ে। ঘটনার পর শিশুটির মরদেহ কোলে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা মাহমুদা বেগম। তার আর্তনাদে আসপাশে লোকজন অটো রিকশাটিকে আটক করলেও পালিয়ে যান চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে হাসপাতালের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন মা মাহমুদা। ব্যস্ততম সড়কে হঠাৎ পাশ থেকে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটো রিকশা এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআইজে/

Comments