কুষ্টিয়ায় নাশকতা ও ভাংচুরের অভিযোগে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ আটক ১০

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

তামিম আদনান, কুষ্টিয়া: কুষ্টিয়ায় নাশকতা ও ভাংচুরের অভিযোগে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক সোহরাব উদ্দিনসহ বিএনপির ১০ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস, এম তানভীর আরাফাত বলেন, স্বাধীনতা দিবসে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীরা কালেক্টরেট চত্বরের সামনে অবস্থান নেয়। এ সময় তারা গাড়ি ভাংচুর ও অস্ত্র প্রদর্শন করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১০ নেতা কর্মীকে আটক করেছে।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন শেষ হওয়ার দুইদিনের মাথায় বিএনপি নেতা কর্মীরা পুলিশের অনুমতি ছাড়া শহরে মিছিল করেছে। বিএনপি সভাপতি কোমরে অস্ত্রবহন করেছে। এমনকি গাড়ি ভাংচুর করেছে তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আরএ

Comments