কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার ১১ নম্বর আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হয়দার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার কর্মী-সমর্থকদের মধ্যে সকালে ওই সংঘর্ষ বাঁধে।

স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। আগেও দুই পক্ষের সমর্থকরা বিভিন্ন সময়ে সংঘাতে জড়িয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকার আধিপত্য ধরে রাখতে দুই পক্ষ ফের সক্রিয় হলে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে আলী হায়দারের চাচাতো ভাই ময়নুদ্দিন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ময়নুদ্দিন বিশ্বাস (৫৮) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা।

/এসএস

Comments