বাঘারপাড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা; পুরস্কার বিজয়ী ৪০ জন

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাঘারপাড়া থানা শাখার উদ্যগে বাঘারপাড়ায় ২৩ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া পৌরসভাধীন দোহাকুলা বাজার মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন পশ্চিমা মাদ্রসার পরিচালক হাফেজ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরন করেন যশোর বিপি ষ্টোরের সত্বাধিকারী আলহাজ্ব সাজ্জাদ হোসেন ।

কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন খুলনা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ কারী মাওলানা সাইদুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলনা আবদুল্লাহ ওসাধারন সম্পাদক হাফেজ মীর মহর আলী।

বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কোরআন বাঘারপাড়ার সহসভাপতি হাফেজ হাসিবুর রহমান, অত্র মসজিদের ইমাম মাওলানা মোতালেব বিশ্বাস।

প্রতিযোগিতায় বাঘারপাড়া উপজেলার বিশটি মাদ্রাসার ১২৫ জন ছাত্র অংশ গ্রহন করে। শিক্ষার্থীরা ৫ পারা, ১০ পারা,২০পারা ও ৩০ পারা হিসাবে ৪ গ্রুপে প্রতিযোগিতা করে। মোট চার গ্রুপ থেকে ১০ জন করে ৪০ জনকে পুরষ্কৃত করা হয়।

/আরএ

Comments