১১’শ টাকা দরে ধান ক্রয়ের দাবিতে বাঘারপাড়ায় জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: মধ্যস্বত্ত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়সহ ৭ দফা দাবী জানিয়েছে জাতীয় কৃষক সমিতির বাঘারপাড়া শাখার নেতৃবৃন্দ।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো স্বারকলিপিতে বলা হয়, দেশে অর্থণীতিতে প্রধান বুনিয়াদ কৃষি। দেশের অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি কৃষক উপর নির্ভরশীল।

অথচ কৃষি ও কৃষকরা সবথেকে নিগৃহীত। এই কৃষকরা কাজ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। দেশের মোট জাতীয় আয়ের শতকরা ১৯ ভাগ আসে কৃষি থেকে। এবছর যশোরসহ সমগ্র দেশের কৃষকরা বাম্পার ফলনে ইরি-বোরো ধান উৎপাদন করেছে।

সে ধান পানির দরে লোকসান দিয়ে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছে। ধান কিভাবে সরাসরি কৃষক ক্রয় কেন্দ্রে বিক্রি করবে তারও কোনো ব্যবস্থা তাদের কাছে আসেনি।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জাতীয় কৃষক সমিতির বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লালমিয়া, সাধারণ সম্পাদক বিপুল কান্তি বিশ্বাস, সদস্য হাসান আলী মন্ডল, সীমান্ত ঘোষ, খালিদ হোসেন, গৌতম দাস প্রমূখ ।

/আরএ

Comments