যশোরে করোনার টিকা গ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা যশোরে করোনার টিকা গ্রহণ ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা ekushnuews24.com ekushnuews24.com প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩ বিল্লাল হোসেন,যশোর যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের টিকা গ্রহণ ও ডেঙ্গু- চিকুনগুনিয়া প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সদর উপজেলার চাচড়া এলাকায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন। এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. পলাশ কুমার দাস। যশোর পৌরসভার কাউন্সিলর নাসিমা আক্তার জলির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন, দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন ও এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু। সঞ্চালক ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এইচআইভি/ এইডস প্রতিরোধ প্রকল্পের আউটলেট ম্যানেজার রোকসানা খাতুন। কর্মশালা শেষে মানুষের সচেতনতায় শহরব্যাপি মাইকিং করা হয়। Comments SHARES জাতীয় বিষয়: Covid 19