বাদ জোহর বাইতুল মোকাররমে কবি আল মাহমুদের জানাযা

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

একুশ সংবাদ: জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ জোহর ক‌বি আল মাহমু‌দের নামা‌যে জানাযা অনু‌ষ্ঠিত হ‌বে। কবি পরিবারের পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন কবি আবিদ আজম।

তিনি জানান, সকাল ১১টায় কবির মর‌দেহ শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়ার জন্য রাখা এবং প‌রে বাংলা একাডেমি বা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনেও কবিকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য নেয়ার কথা থাকলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও পরিবারের পক্ষ থেকে জাতীয় ইদগাহে কবির জানাযা পড়ানোর ইচ্ছা থাকলেও কর্তৃপক্ষের অনুমতি না হলে বাইতুল মোকাররম বিকল্প রাখা হয়েছে।

কবি পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাবি‌তে কবি কাজী নজরুলের সমাধির পাশে অথবা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের অনুমতি না মিললে কবির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়ির পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হবে।।

উল্লেখ্য কবি আল মাহমুদ শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

/আরএ

Comments