কিশোরগঞ্জে উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ৩:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

কিশোরগঞ্জ প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাসচর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমন্বিত ওয়াশ কর্মশালা সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আব্দুল মান্নাফ।

সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শরিফুল ইসলাম শরীফ, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মশিউর রহমান। সদর উপজেলার জনস্বাাস্থ্য প্রকৌশলী আবু মো: জাকারিয়ার পরিচালনায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) এর উপ-প্রকল্পপরিচালক মো:আতিকুল ইসলাম, সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার প্রমুখ। কর্মশালায় স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমন্বিত ওয়াশ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সদর উপজেলার জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ে বিভাগীয় কর্মকর্তাগণ, শিক্ষক ও স্বাস্থ্য কর্মীবৃন্দ অংশ নেন।

/এএএস

Comments