খুলনা পুলিশ কমিশনার হিসেবে খন্দকার লুৎফুল কবিরের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)। গত ১১ এপ্রিল তিনি খুলনায় যোগদান করেছেন।

আজ শুক্রবার ১৯ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর পূর্বে তিনি এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে তিনি হবিগঞ্জ সদর এএসপি, খাগড়াছড়ির এএসপি (ডিএসবি), সহকারী পরিচালক পুলিশ স্টাফ কলেজ, লক্ষীপুর এএসপি (সার্কেল), নারায়ণগঞ্জ ও নেত্রকোনায় এএসপি (সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন), কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার, ঝালকাঠি, খাগড়াছড়ি ও নোয়াখালির পুলিশ সুপার, ডিএমপির মিরপুর ও গুলশান উপ-কমিশনার, র‌্যাব’র অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও সাউথ সুদানে কর্মরত ছিলেন।

পুলিশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনি পিপিএম সেবা পদকে এবং আইজি ব্যাজে ভূষিত হয়েছেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

/আরএ

Comments