খুলনায় মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ৭৭ জন গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মাদক বিরোধী অভিযানে মেট্রোপলিটন ও জেলা পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘন্টায় ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে ১৯ জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল, ৭৭ পিস ইয়াবা ও ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাদেরকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন ও জেলা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৩ ০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ আনিচুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএস

Comments