খুলনায় ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে খুলনায় শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। এ লক্ষে রূপসার খানজাহান আলী (রঃ) সেতুর বাইপাস সড়ক সংলগ্ন জাবুসায় নির্মাণাধীন ফারুক জুট মিল চত্বরে স্থান নির্ধারণ করা হয়েছে। দ্রুত গতিতে চলছে ইজতেমার মাঠ নির্মাণ কাজ। ইজতেমায় খুলনার সকল উপজেলাসহ বিদেশী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবে।

ইজতেমা কমিটির সূত্রে জানা গেছে, আগামী ১৪ মার্চ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়েই খুলনায় তিন দিনের জেলা ইজতেমা শুরু হচ্ছে। ১৬ মার্চ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। দক্ষিণাঞ্চলের ৯ উপজেলার মুসল্লিরা এ ইজতেমায় অংশ নেবেন। ইজতেমার মাঠ প্রস্তুতে তাবলিগ জামাতের বিভিন্ন স্তরের কয়েকশ’ স্বেচ্ছাসেবক নানা কার্যক্রমে অংশ নিয়েছে।

জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা উপজেলা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে গতকাল রবিবার পিরোজপুরের ১৭টি জামাত ইজতেমার ময়দানে অবস্থান নিয়েছেন। সৌদি আরব, মরক্কো, সুদান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিদেশি জামাতের মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। গত শুক্রবার জুম্মা’র নামাজ আদায়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমার মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়।

ইজতেমার মাঠে আসা নগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দিরপুকুর এলাকার বাসিন্দা খেদমতে জিম্মাদার মোঃ হাশিমুজ্জামান বলেন, আমরা স্বেচ্ছায় ইজতেমার ময়দানে শ্রম দিতে এসেছি। আমাদের জিম্মাদারের নির্দেশে আমরা ইজতেমার ময়দানে কাজ করছি।’ ইজতেমার মাঠে স্বেচ্ছায় শ্রম দিতে আসা খেদমতে জিম্মাদার মোঃ নাসির উদ্দিন ফরাজী বলেন, ‘আমরা স্বেচ্ছায় শ্রম দিতে এসেছি।

সোনাডাঙ্গা থানাধীন তাবলীগ মসজিদ এলাকার বাসিন্দা খেদমতে জিম্মাদার মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া ও মোঃ মাসনুন আকন বলেন, গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে ইজতেমা মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আমরা স্বেচ্ছায় শ্রম দিতে এসেছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বাসিন্দা মোঃ রায়হান বলেন, ‘ইজতেমার মাঠে স্বেচ্ছায় কাজ করতে এসেছি।

/আরএ

Comments