খুলনায় সেনাবাহিনী নেমেছে ৯ প্লাটুন

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ সারাদেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে নেমেছে সেনাবাহিনী।

এর ধারাবাহিকতায় রোববার (২৩ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকেই খুলনায় মাঠে নেমেছে ৯ প্লাটুন সেনাবাহিনী। এর মধ্যে মহানগরে রয়েছে ২ প্লাটুন ও জেলার ৯ উপজেলায় ৭ প্লাটুন।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন সোমবার (২৪ ডিসেম্বর) সকালে বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে খুলনা জেলা ও মহানগরে ৯ প্লাটুন সেনাবাহিনী নেমেছে। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নামা সেনাবাহিনী আগামী ২ জানুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।

এদিকে, সেনাবাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও গ্রাম পুলিশ।

/এসএস

Comments