‘বয়সের কারণে দ্রুত সুস্থ হচ্ছেন না খালেদা জিয়া, বেড়েছে ডায়বেটিস’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯ ডেস্ক: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না, সেটাই এখন মুল সমস্যা। বয়সের কারণেই খালেদা জিয়ার সুস্থতায় সময় লাগছে’। এমনটিই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের অধ্যাপক জিলান মিয়া সরকার। মঙ্গলবার তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। সেসময় তিনি এ তথ্য জানান। প্রতিদিন দুপুরে তারা চিকিৎসক দল খালেদা জিয়াকে দেখে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন অধ্যাপক জিলান মিয়া সরকার। অধ্যাপক জিলান মিয়া জানান, খালেদা জিয়ার শরীরে এখন ডায়াবেটিস বা রক্তের শর্করার পরিমাণ ১৬ এর বেশি রয়েছে। গত কয়েকদিনে এই মাত্রা ১৪ এর উপরেই ছিলো। আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এসময় বয়সের কারণে বেগম জিয়ার সমস্যাগুলোর দ্রুত উন্নতি হচ্ছে না বলে জানান তিনি। তিনি জানান, খালেদা জিয়াকে অতিমাত্রায় ডায়াবেটিস এবং খাবারের অরুচির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার খাবারের রুচি বেড়েছে। অন্যদিকে, আর্থ্রাইটিস সমস্যা দীর্ঘদিনের হওয়ায় বেগম জিয়ার হাত এবং পায়ের জোড়াগুলোতে ব্যথা রয়েছে। সে জন্য তাকে নিয়মিত থেরাপি দেয়া হচ্ছে। তবে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির পক্ষ থেকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকায় তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। উল্লেখ্য, কারাবন্দী বিএনপি চেয়ারপারসনকে গত ১ এপ্রিল দুপুরে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: