সংসদে না যাওয়ার চূড়ান্ত ইঙ্গিত খালেদা জিয়ার

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী সাংসদদের সংসদে না যাওয়ার ব্যাপারে চূড়ান্ত ইঙ্গিত ও নিজের মনোভাবের কথা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যারা জনগণের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে তারাই বিরোধী দল। কাজেই বিরোধী দল শুধু সংসদের ভেতরেই হয় না, সংসদের বাইরেও বিরোধী দল হয়।

রোববার দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় আদালতে তিনি একথা বলেন।

এদিকে আদালদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি ধার্য করেছে।

/এসএস

Comments