‘খাল খনন বন্ধ না হলে জমির মালিকদের আত্মহত্যার হুমকি’

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের তুলারামপুর ইউনিয়নের পেড়লী সিয়ে পাগলা খালের ৪ কিলোমিটার খনন প্রকল্প বন্ধ করার দাবি উঠেছে। খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সদর উপজেলাধীন পেড়লী গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, মুশফিক ফকির, নুরুল সিকদার প্রমূখ।

বক্তারা বলেন, স্থানীয় জনগনের ক্ষতি করে জনস্বার্থে এ প্রকল্প ওই এলাকাবাসী চান না। আমাদের ব্যাক্তিগত কেনা জমিতে খালকাটা শরু করেছে। এটা যদি বন্ধ না হয় তাহলে আমরা আত্মহত্যা করতে বাধ্য হবো। তারা বলেন, সড়কের পাশে এ প্রকল্প বাস্তবায়ন হলে তুলারামপুর মাইজপাড়া সড়কের ব্যাপক ক্ষতি হবে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, ৩৫ লক্ষ্য টাকা ব্যায়ে ৪ কিলোমিটার এলাকায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রকল্প বাস্তবায়ন হলে খালের পাশের জমির মালিকেরা স্বল্পমূল্যে জমিতে চাষাবাদ করতে পারবে। তদুপরি বিলের মাঝখানের জলাশয়ের পানি এ খাল দিয়ে কাজলা নদীতে নেমে যাবে। এতে অনেক জমির মালিকদের ফসল আবাদ করতে সহজ হবে।

/আরএ

Comments