কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালন

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

রেদওয়ানুল ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস পালন উপলক্ষে র‌্যালী বদ্ধভূমি স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী পার্ক রাস্তা ঘুরে ডাক বাংলা মোড়ে গনহত্যা স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর পক্ষে পুস্পমাল্য অর্পন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধি ব্যাক্তিরা।

এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে ২৫ মার্চ গনহত্যা দিবসে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, কালিগঞ্জ সাংবাদিক সমিতি উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ সোহরাওয়াদী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে। মধ্যরাতে বর্ববর পাকিস্তানী হানাদার বাহিনী কাপুরুষের মত তাদের পূর্ব পরিকল্পনা সার্চলাইট নীল নক্শা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধনী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাপিয়ে পড়ে হত্যা করে।

তিনি আরো বলেন দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে চলেছে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে সচেষ্ট হবো।

বিআইজে/

Comments